হিন্দুস্তান পেট্রোলিয়ামে ২০০ ইঞ্জিনিয়ার

1438
0
Hindustan Petroleum job vacancy 2023

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে ২০০ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত৷

শূন্যপদ: মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: ১২০, সিভিল ইঞ্জিনিয়ার: ৩০, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার: ২৫, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার: ২৫৷

যোগ্যতা: এআইসিটিই/ ইউজিসি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে চার বছরের পূর্ণ সময়ের নিয়মিত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি৷

প্রসঙ্গত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সমতুল ডিসিপ্লিন মেকানিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন৷ সিভিল ইঞ্জিনিয়ারে সিভিল৷

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স৷ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রের ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেসনন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স৷

বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

বেতনক্রম: ই২ গ্রেড অনুযায়ী ৫০০০০-১৬০০০০ টাকা৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ টাস্ক, পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের ফি: ১১৮০ টাকা (আবেদনের ফি ও জিএসটি)৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইউপিআই/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: https://jobs.hpcl.co.in/Recruit_New/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত৷

https://www.hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_HPCL_2021_Engineering.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন৷