অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

schedule
2023-08-22 | 07:44h
update
2023-08-22 | 07:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

হুগলি জেলার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। Hooghly Anganwadi Recruitment 2023

গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদ: কোতলপুর: ৬, জাঙ্গীপাড়া: ৪, দিলাকাশ: ৪, রসিদপুর: ৫। রাজবলহাট-২: ৩, আঁটপুর: ৭, রাধানগর: ৯।

ইন্ডিয়ান নেভিতে ট্রেডসম্যান মেটAMP

Advertisement

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে।

প্রার্থী যে গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে।

এয়ারপোর্টে কর্মী নিয়োগAMP

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

লেখা পরীক্ষায় থাকবে মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন, পাটিগণিত, পুষ্টি-জনস্বাস্থ্য-মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন, ইংরেজী ভাষাজ্ঞান, সাধারণ জ্ঞান।

স্নাতক যোগ্যতায় পুরসভায় চাকরিAMP

আবেদনের পদ্ধতি: www.hooghly.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ।

ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে কাজের সুযোগAMP

Hooghly Anganwadi Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2024 - 20:36:18
Privacy-Data & cookie usage: