Site icon জীবিকা দিশারী

মাধ্যমিক যোগ্যতায় ৩৩৭ অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ

Hooghly anganwadi recruitment,

পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার অধীন চন্দননগর মহকুমা এবং হুগলি সদর মহকুমায় দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৩৭ জন অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ করা হবে (Hooghly anganwadi recruitment)।

১। স্মারক সংখ্যা: ১১৮৯, হুগলি সদর মহকুমায় ২১৭ জন অঙ্গনওয়ারী সহায়িকা নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

প্রকল্পের নাম অনুযায়ী শূন্যপদ: পাণ্ডুয়া: ৩৩ (অসংরক্ষিত ২৪, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ২), পাণ্ডুয়া অতিরিক্ত: ৩৪ (অসংরক্ষিত ২৪, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ২),
চুঁচুড়া-মগরা: ১৫ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১), চুঁচুড়া-মগরা অতিরিক্ত: ৯ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১),
হুগলি-চুঁচুড়া (আরবান): ২ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১), বাঁশবেরিয়া (আরবান): ২ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১),
বলাগড়: ১৭ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২), বলাগড় অতিরিক্ত: ৩৫ (অসংরক্ষিত ২৫, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ২),
ধনিয়াখালী: ১৫ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১), ধনিয়াখালী অতিরিক্ত: ১২ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১),
পোলবা: ১৪ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১), পোলবা অতিরিক্ত: ২৯ (অসংরক্ষিত ২০, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ২)।

২। স্মারক সংখ্যা: ৩৭০/ সি/ সি.জি.আর, চন্দনকুমার মহকুমায় চুক্তির ভিত্তিতে ১২০ জন অঙ্গনওয়ারী নিয়োগ করা হবে।

প্রকল্পের নাম অনুযায়ী শূন্যপদ: চন্দরনগর (শহর): ৮ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১), ভদ্রেশ্বর (শহর): ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১),
চাঁপদানি (শহর): ১ (অসংরক্ষিত), তারকেশ্বর: ১৮ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১), সিঙ্গর (প্রধান): ৩৫ (অসংরক্ষিত ১৬, তপশিলি জা২তি ১৪, তপশিলি উপজাতি ৫),
সিঙ্গুর (অতিরিক্ত): ২২ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১), হরিপাল (প্রধান): ১৪ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১),
হরিপাল (প্রধান): ১৪ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১), হরিপাল (অতিরিক্ত): ১৮ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১)।
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ, আবেদনকারীর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (অভিজ্ঞতা হিসাব করা হবে ১ এপ্রিল ২০২২ তারিখের হিসেবে)।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২২ তারিখের হিসেবে বয়স ৬৫ বছরের নিচে হতে হবে।

আবেদনের পদ্ধতি: http://hooghly.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৫ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Hooghly anganwadi recruitment)।

হুগলি সদর মহকুমার নোটিসটি দেখতে ক্লিক করুন

চন্দননগর মহকুমার নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version