হাউস ফিজিশিয়ান নিয়োগ

1056
0
wb health recruitment
Courtesy: Times of India

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন শ্যামাদাস বিদ্যা শাস্ত্র পিঠের পোস্ট গ্র্যাজুয়েট আর্য়ুবেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ১১ জন সিনিয়র হাউস ফিজিশিয়ান কাম রেজিস্ট্রার, সিনিয়র হাউস ফিজিশিয়ান ও জুনিয়র হাউস ফিজিশিয়ান নিয়োগ করা হবে।

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএএসএস ডিগ্রি সঙ্গে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকলে আবেদন করতে পারবেন এবং যে কোনো আর্য়ুবেদিক ইনস্টিটিউটে এক বছরের ইন্টার্নশিপ ও ৬ মাসের জুনিয়র হাউস ফিজিশিয়ানশিপ।

কোস্টগার্ডে ৫০ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ ১৫ ডিসেম্বর ২০২১ তারিখ বিকাল ৪টের মধ্যে আবেদন করতে হবে।

বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদি জমা করতে হবে Institute of Post Graduate Ayurvedic Education & Research at Shyamadas Vaidya Shastra Pith, 294/3/1, A.P.C Road, Kolkata- 700009 ঠিকানায়।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন