মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ

1226
0
Asha Worker Recruitment 2023

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে হাওড়া জেলার সদর ও উলুবেরিয়া মহকুমার র্অ্র্তগত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ১৯১ জন আশা কর্মী নিয়োগ করা হবে (howrah asha karmi recruitment)।

নম্বর: DHFWS/HOW/2250/22.

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। বেকলমাত্র বিবাহিতা/ বিধবা/ আদালতকর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীকে অবশ্যই ঐ এলাকার সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়য়সীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে।

তপশিলি জাতি/ উপজাতি মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে।

কেন্দ্রীয় সরকারে কয়েকশো স্টেনো নিয়োগ এসএসসির মাধ্যমে

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.wbhealth.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র এবং জন্মতারিখের শংসাপত্র, এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয় পত্র/ রেশনকার্ড, জাতিগত শংসাপত্র (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য),

সম্প্রতি তোলা ২কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স জমা করতে হবে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও অফিস) অফিসে।

আবেদনপত্র জমা করা যাবে ৩০ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (howrah asha karmi recruitment)।

নোটিসটি দেখতে ক্লিক করুন