হাওড়া জেলায় ২২৬ আশা কর্মী নিয়োগ

4221
0
Howrah Govt Job, WB Govt Jobs, Asha Kormi

হাওড়া (Howrah) জেলার স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ দপ্তরের অধীনে হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমার জন্য আশা কর্মী (Asha Kormi) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর DHFWS/HOW/27/2021, Date: 06.01.2021

শূন্যপদ: আমতা -১ ব্লকে ৩৪, আমতা-২ ব্লকে ৯, বাগনান-২ ব্লকে ১০, বালি জগাছা ব্লকে ১৬, ডোমজুড় ব্লকে ৫৭, জগৎবল্লভপুর ব্লকে ১৪, পাঁচলা ব্লকে ৮, সাঁকরাইল ব্লকে ৪৫, কামালপুর ব্লকে ১, শ্যামপুর-২ ব্লকে ৪, উদয়নারায়ণপুর ব্লকে ৪, উলুবেড়িয়া-১ ব্লকে ১৪, উলুবেড়িয়া-২ ব্লকে ১০।

যোগ্যতা: বিবাহিতা/বিধবা/আইনগতভাবে পতিসঙ্গহীনা/বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে। ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ৩০ থেকে ৪০-এর মধ্যে। এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে ২২ থেকে ৪০-এর মধ্যে। প্রার্থীকে মাধ্যমিক/সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্ব-নির্ভরগোষ্ঠীর সদস্য/প্রশিক্ষণপ্রাপ্ত দাই/লিংক ওয়ার্কার হলে অগ্রাধিকার পাবেন।

আবেদন: আগামী ১৭ জানুয়ারি, ২০২১ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আবেদন পত্রের সঙ্গে জন্ম-তারিখের শংসাপত্র/মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার পরিচয় পত্র, জাতিগত প্রমাণপত্র, স্ব-নির্ভরগোষ্ঠীর সদস্য/প্রশিক্ষণপ্রাপ্ত দাই /লিংক ওয়ার্কার শংসাপত্র (প্রয়োজন হলে), প্রার্থীর স্বাক্ষর সহ ২ কপি পাসপোর্ট মাপের ছবি দিতে হবে। আবেদন পত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট বিডিও অফিসে।

ব্লক অনুযায়ী বিস্তারিত শূন্যপদের হিসাব ও আবেদনের ফর্ম সহ বিজ্ঞপ্তির লিঙ্ক: https://healthyhowrah.org/Download/Notification_ASHA_2021_Howrah.pdf

ক্লিক করুন –  জীবিকা দিশারী টেলিগ্রাম চ্যানেল

 

Howrah Govt Job, WB Govt Jobs, Asha Kormi