কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। একজন নাগরিক হিসাবে ভোটাধিকার প্রদান করার গুরুত্বই আলাদা, গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার জন্যে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের পূর্বে অবশ্যই জেনে রাখা উচিত নিজের কেন্দ্র, নিজের জেলা সম্পর্কে সাধারণ কিছু তথ্য।
আজকের জেলা: হাওড়া
১) পলাশীর যুদ্ধের পর ১৭৬০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পনি বাংলার নবাব মীর কাশিমের সঙ্গে একটি চুক্তি করেন, এর মাধ্যমেই হুগলি নদীর পূর্ব পাড়ের বিস্তীর্ণ অংশের দায়িত্ব নেয়। ১৭৮৭ সালে তৈরি হয় হাওড়া জেলা। ১৮৪৩ সালে হুগলি জেলা থেকে আলাদা হয়ে স্বতন্ত্র জেলা হিসাবে গড়ে ওঠে হাওড়া।
২) ২০১১সালের সেন্সাস অনুযায়ী হাওড়া জেলার জনসংখ্যা ৪৮ লক্ষ ৫০ হাজার। জনঘনত্ব ৩,৩০০/ প্রতি বর্গ কিমি।
৩) এই জেলায় লোকসভা আসন রয়েছে হাওড়া ও উলুবেড়িয়া, এছাড়া শ্রীরামপুর লোকসভা এলাকার কিছু অংশ। বিধানসভা আসন রয়েছে মোট ১৬টি।
৪) এই জেলায় হিন্দু ধর্মাবলম্বী ৭২.৯%, ইসলাম ধর্মাবলম্বী ২৬.২%, অন্যান্য ০.৯% মানুষ রয়েছেন। ৮৪.৯৯% মানুষ বাংলাভাষী, ১১.২৭% মানুষ হিন্দিভাষী ও বাকি অন্যান্য ভাষার মানুষ থাকেন হাওড়া জেলাতে।
৫) এই জেলায় ২টি সাবডিভিশন (হাওড়া, উলুবেড়িয়া), ২টি মিউনিসিপ্যালিটি, ১টি কর্পোরেশন, ৩৬টি থানা, ১টি পুলিশ কমিশনারেট, ১৫৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।
৬) হাওড়া জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হাওড়া রেলওয়ে স্টেশন (১৮৫৪), যা পূর্ব ও দক্ষিণ–পূর্ব রেলওয়ের টার্মিনাল রেলওয়ে স্টেশন। এর পাশাপাশি কলকাতার সঙ্গে সংযোগের জন্য রয়েছে ঐতিহাসিক হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু); ১৯৪৩ সালে ৩ফেব্রুয়ারি থেকে যাতায়ত শুরু হয় সাসপেনশন টাইপ ঝুলন্ত ক্যান্টিলিভার ব্রিজ দিয়ে (এর আগে ছিল পন্টুন (ভাসমান) ব্রিজ)। এছাড়াও সংযোগকারী হিসাবে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু), বালি ব্রিজ (বিবেকানন্দ সেতু), নিবেদিতা সেতু (দ্বিতীয় বালি ব্রিজ)।
৭) ইন্ডিয়ান বট্যানিক্যাল গার্ডেন, বেলুড় মঠ, গড়চুমুক, সাঁতরাগাছি ঝিল, গাদিয়াড়া পর্যটনকেন্দ্র সহ একাধিক দ্রষ্টব্যস্থান আছে এই জেলাতে।
৮) ইন্ডিয়ান ইনস্টিটিউ অব সায়েন্স অ্যন্ড টেকনোলজি (শিবপুর বিই কলেজ নামেপরিচিত, পরে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়) সহ প্রায় ২৬টির মতো মহাবিদ্যালয় রয়েছে হাওড়া জেলায়।
৯) হুগলী ছাড়াও দামোদর, মুন্দেশরি, রূপনারায়ন নদী রয়েছে এই জেলাতে।
Howrah District, West Bengal Assembly Election, WB Election 2021