হাওড়ায় স্বাস্থ্য কর্মী নিয়োগ

1656
0
KMC Recruitment 2023

পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন হাওড়ায় স্পেশ্যালিস্ট (মেডিসিন, পেডিয়াট্রিক্স, অপথ্যালমোলজিস্ট),

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, এবং মেডিক্যাল অফিসার পদে ১৬ জন নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

নম্বর: DHFWS/HOW/2762.

ইন্টারভিউয়ের তারিখ ও ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: ইন্টারভিউ হবে ২২ নভেম্বর ২০২২ তারিখ সকাল ১০টায়।

ঠিকানা: DRS Hall (1st Floor), Bungalow Office Campus of the CMOH, 11, Dr. P.K. Banerjee Road, Licgubagan, Howrah-711101 (Near Mallikphatak, between correctiona Home & BSNL Office).

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর।

যোগ্যতা: স্পেশ্যালিস্ট (মেডিসিন, পেডিয়াট্রিক্সল জিঅ্যান্ডও, অপথ্যালমোলজিস্ট) পদে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত এমবিবিএস সঙ্গে

সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিএনবি/ ডিপ্লোমা। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

জেনারেল জিউটি মেডিক্যাল অফিসার (এনআরএইচএম) এবং মেডিক্যাল অফিসার (পূর্ণ সময়ের): মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত এমবিবিএস

সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাথ নথিভুক্ত থাকতে হবে।

শূন্যপদ: স্পেশ্যালিস্ট (মেডিসিন): ৪, স্পেশ্যালিস্ট (পেডিয়াট্রিক্স): ২, স্পেশ্যালিস্ট (জিঅ্যান্ডও): ২, স্পেশ্যালিস্ট (অপথ্যালমোলজিস্ট): ৪,

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (এনআরএইচএম): ১, মেডিক্যাল অফিসার (পূর্ণ সময়ের): ৩।

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র এবং যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল

ও স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.healthyhowrah.org ওয়েবসাইট থেকে জানা যাবে।

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন