হিন্দুস্তান পেট্রোলিয়ামে ইঞ্জিনিয়ার নিয়োগ

1413
0
hpcl recruitment 2022

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে ২৯৪ জন ইঞ্জিনিয়ার, সেফটি অফিসার এইচআর, ল অফিসার, (hpcl recruitment 2022)

ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে ২২ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।

শূন্যপদ: মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: ১০৩, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার: ৪২, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার: ৩০,

সিভিল ইঞ্জিনিয়ার: ২৫, কেমিক্যাল ইঞ্জিনিয়ার: ৭, ইনফরমেশন সিস্টেম অফিসার: ৫, সেফটি অফিসার (ইত্তর প্রদেশ): ৬,

সেফটি অফিসার (তামিলনাড়ু): ১, সেফটি অফিসার (কেরালা): ৫, সেফটি অফিসার (গোয়া): ১, ফায়ার অ্যান্ড সেফটি অফিসার: ২,

কোয়ালিটি কন্ট্রোল অফিসার: ২৭, ব্লেন্ডিং অফিসার: ৫, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট: ১৫, এইচআর অফিসার: ৮,

ওয়েলফেয়ার অফিসার বিকাশ রিফাইনারি: ১, ওয়েলফেয়ার অফিসার মুম্বই রিপাইনারি: ১, ল অফিসার: ৫,

ল অফিসার-এইচআর: ২, ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার- ইলেক্ট্রিক্যাল: ৩।

বয়সসীমা: ইঞ্জিনিয়ার পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর, সেফটি অফিসার পদে বয়সের ঊর্ধ্বসীমায় ২৭ বছর, ল অফিসার পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৬ বছর

এবং ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৪/৩৭ বছর।

সবক্ষেত্রেই ২২ জুলাই ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ডব্লুবিসিএসের আন্সার কি দেখতে ক্লিক করুন

যোগ্যতা: ইঞ্জিনিয়ার (মেক্যানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্র্টুমেন্টেশন/ সিভিল/ কেমিক্যাল): সংশ্লিষ্ট ডিসিপ্লিনে চার বছরের পূর্ণ সময়ের নিয়মিত ইঞ্জিনিয়ারিং কোর্স।

ইনফরমেশন সিস্টেম অফিসার: কম্পিউটার সায়েন্স/আইটিতে চার বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং কোর্স।

সেফটি অফিসার: মেকানিক্যাল/ সিভিল/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল/ কেমিক্যাল ডিসিপ্লিনে চার বছরে নিয়মিত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ডিপ্লোমা বা ডিগ্রি সঙ্গে যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে।

ল অফিসার: ল গ্র্যাজুয়েট।

ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং কোর্স।

আবেদনের ফি: ১১৮০ টাকা সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ। ডেবটি কার্ড/ ক্রেডিট কার্ড/ ইউপিআই/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.hindustanpetroleum.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২২ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত (hpcl recruitment 2022)।

       নোটিসটি দেখতে ক্লিক করুন