হিন্দুস্তান পেট্রোলিয়ামে ২৪৭ শূন্যপদে নিয়োগ

433
0
HPCL Recruitment 2024

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে ২৪৭টি শূন্যপদে ইঞ্জিনিয়ার, অফিসার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস নিয়োগ করা হবে।  HPCL Recruitment 2024

শূন্যপদঃ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ৯৩, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ৪৩, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার ৫, সিভিল ইঞ্জিনিয়ার ১০,

কেমক্যাল ইঞ্জিনিয়ার ৭, সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স ৬, সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রোজেক্ট ৪,

সিনিয়র অফিসার/ অ্যাসিস্ট্যান্ট- নন ফুয়েল বিজনেস ১২, সিনিয়র ম্যানেজার- নন ফুয়েল বিজনেস ২,

ম্যানেজার টেকনিক্যাল ২, ম্যানেজার সেলস আরঅ্যান্ডডি প্রোডাক্ট কমার্শিয়ালাইজেশন ২, ডেপুটি জেনারেল ম্যানেজাপ ক্যাটালিস্ট বিজনেস ডেভলপমেন্ট ১,

চার্চার্ড অ্যাকাউন্ট্যান্টস ২৯, কোয়ালিটি কন্ট্রোল অফিসার ৯, আইএস অফিসার ১৫,

আইএস সিকিউরিটি অফিসার-সাইবার সিকিউরিটি স্পেশ্যালিস্ট ১, কোয়ালিটি কন্ট্রোল অফিসার ৬।

যোগ্যতাঃ ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ সিভিল/ কেমিক্যাল)- সংশ্লিষ্ট ডিসিপ্লিনে চার বছরের পূর্ণ সময়ের নিয়মিত ইঞ্জিনিয়ারিং কোর্স।

সিনিয়র অফিসারঃ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের পূর্ণ সময়ের নিয়মিত ইঞ্জিনিয়ারিং কোর্স।

সিনিয়র অফিসারল/ সিনিয়র ম্যানেজারঃ পূর্ণ সময়ের এমবিএ/পিজিডিএম সঙ্গে সেলস/ মার্কেটিং/ অপারেশনে স্পেশ্যালাইজেশন এবং মেকানিক্যাল/

ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ কেমিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের পূর্ণ সময়ের নিয়মিত ইঞ্জিনিয়ারিং কোর্স।

ম্যানেজার টেকনিক্যালঃ কেমিক্যাল/ পলিমার/ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের পূর্ণ সময়ের নিয়মিত ইঞ্জিনিয়ারিং কোর্স।

ম্যানেজার সেলস আরঅ্যান্ডডি প্রোডাক্ট কমার্শিয়ালাইজেশন/ ডেপুটি জেনারেল ম্যানেজার ক্যাটালিস্ট বিজনেস ডেভলপমেন্টঃ

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের পূর্ণ সময়ের নিয়মিত ইঞ্জিনিয়ারিং কোর্স। দু বছরের পূর্ণ সময়ের নিয়মিত এমবিএ বাঞ্ছনীয়।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টঃ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাশ।

কোয়ালিটি কন্ট্রোল অফিসারঃ কেমিস্ট্রি(অ্যানালিটিক্যাল/ ফিজিক্যাল/ অর্গানিক/ ইনঅর্গানিক)-তে দু বছরের পূর্ণ সময়ের নিয়মিত এমএসসি।

এয়ারফোর্সে অফিসার নিয়োগ

বয়সঃ ইঞ্জিনিয়ার পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। সিনিয়র অফিসার পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর।

সিনিয়র অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নন ফুয়েল বিজনেস পদে বয়স হতে হবে ২৯-৩২ বছরের মধ্যে।

সিনিয়র ম্যানেজার নন ফুয়েল বিজনেস পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৮ বছর। ম্যানেজার টেকনিক্যাল পদে ৩৪ বছর।

ম্যানেজার সেলস পদে ৩৬ বছর। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে ৪৫ বছর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে ২৭ বছর।

কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে ৩০ বছর, আইএস অফিসার পদে ২৯ বছর, আইএস সিকিউরিটি অফিসার পদে ৪৫ বছর এবং কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

সবক্ষেত্রেই ৩০ জুন ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বিএসএফে ১৫২৬ সাবইনস্পেক্টর ও কনস্টেবল

আবেদনের ফিঃ ১১৮০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতিঃ www.hindustanpetroleum.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। HPCL Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন