হিন্দুস্তান পেট্রোলিয়ামে ১৮৬ টেকনিশিয়ান

schedule
2022-04-22 | 17:00h
update
2022-04-23 | 06:52h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে ১৮৬ জন নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন (HPCL Technician job)।

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- অপারেশন টেকনিশিয়ান, বয়েলার টেকনিশিয়ান, মেন্টেন্যান্স টেকনিশিয়ান (মেকানিক্যাল), মেন্টেন্যান্স টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল),

মেন্টেন্যান্স টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন), ল্যাব অ্যানালিস্ট, জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইনস্পেক্টর।

যোগ্যতা: অপারেশন টেকনিশিয়ান: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। বয়েলার টেকনিশিয়ান: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সঙ্গে ফার্স্ট ক্লাস বয়েলার অ্যাটেন্ড্যান্ট দক্ষতা সার্টিফিকেট।

মেন্টেন্যান্ট টেকনিশিয়ান (মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

মেন্টেন্যান্ট টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

Advertisement

মেন্টেন্যান্স টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন): ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

ল্যাব অ্যানালিস্ট: ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি সহ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি অথবা কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস এমএসসি।

জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইনস্পেক্টর: সায়েন্স গ্র্যাজুয়েট সঙ্গে ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট, মেডিক্যাল টেস্ট এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

কম্পিউটার বেসড টেস্টে জেনারেল অ্যাপ্টিটিউড টেস্ট এবং টেকনিক্যাল/ প্রফেশনাল নলেজের ওপর প্রশ্ন থাকবে। সিলেবাস সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

২৫৩ গ্র্যাজুয়েট তরুণ-তরুণী আধাসামরিক বাহিনীতেAMP

আবেদনের ফি: ৫৯০ টাকা+ পমেন্ট গেটওয়ে চার্জ, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.hindustanpetroleum.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২১ মে ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (HPCL Technician job)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

আবেদন করতে ক্লিক করুন

 

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 20:45:20
Privacy-Data & cookie usage: