হিন্দুস্তান স্টিলওয়ার্কে কর্মী নিয়োগ

515
0
HSCL Recruitment 2024

হিন্দুস্তান স্টিলওয়ার্ক কনস্ট্রাকশন লিমিটেডে ১১টি শূন্যপদে জেনারেল ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হবে। HSCL Recruitment 2024

শূন্যপদ- জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং/ সিভিল)- ৩, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং/ সিভিল)- ৪,

ডেপুটি জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং/ সিভিল)- ২, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (ফিনান্স)- ১, ডেপুটি জেনারেল ম্যানেজার (ফিনান্স)- ১।

যোগ্যতা, বয়স, বেতন সম্পর্কে বিস্তারিত https://hsclindia.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে।

পুরসভায় ক্লার্ক, ইঞ্জিনিয়ার নিয়োগ

আবেদনের ফি- ১০০০ টাকা। তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি-  https://hsclindia.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষার তারিখ

অনলাইন আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। HSCL Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন