হিন্দুস্তান ফার্টিলাইজারে ১৫৯ ম্যানেজারিয়াল ও উচ্চপদে

1251
0
HURL recruitment

হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেডে ১৫৯ জন ভাইস প্রেসিডেন্ট, চিফ ম্যানেজার, ম্যানজোর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং অফিসার, ইঞ্জিনিয়ার ও অফিসার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: E/1/2021.

প্রার্থী বাছাই পদ্ধতি: পার্সোনাল ইন্টারভিউ ও গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.hurl.net.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি https://hurl.net.in/recruitment_hr_test/login লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত। যোগ্যতা, বয়স ও বেতন সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

https://hurl.net.in//hurladmin/uploads/vacancy/61d9289d128be2c3a3c87e449bf756c9.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।