হিন্দুস্তান উর্বরক ও রসায়নে ৫১৩ নন-এগজিকিউটিভ

1751
0
HURL recruitment

হিন্দুস্তান উর্বরক ও রসায়নে ৫১৩ জন নন-এগজিকিউটিটভ কর্মী (জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট, কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট) নিয়োগ করা হবে (HURL recruitment)৷

বিজ্ঞপ্তি নম্বর: NE/1/2021.

যে সমস্ত শাখায় নিয়োগ করা হবে সেগুলি হল- কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল,

ইনস্ট্রুমেন্টেশন, অ্যামোনিয়া, ইউরিয়া, অফসাইট অ্যান্ড ইউটিলিটিস, স্টোর, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইউরিয়া প্রোডাক্ট হ্যান্ডলিং,

এনভায়রনমেন্ট অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাস্যুরেন্স অ্যান্ড ইন্সপেকশন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট ও ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের ফি: ৩০০ টাকা৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: www.hurl.net.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে ১৬ আগস্ট ২০২১ পর্যন্ত৷ শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতন সম্পর্কে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (HURL recruitment)৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

মাধ্যমিক যোগ্যতায় ২৬৯ কনস্টেবল পদে নিয়োগের খবর দেখতে ক্লিক করুন