হেভি ভিকল ফ্যাক্টরিতে ট্রেড অ্যাপ্রেন্টিস

404
0
HVF Recruitment 2024

হেভি ভিকল ফ্যাক্টরিতে ২৫৩টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। HVF Recruitment 2024

স্টাইপেন্ডঃ নন আইটিআইদের ক্ষেত্রে প্রথম বছরে ৫০০০/৬০০০ এবং দ্বিতীয় বছরে ৫৫০০/৬৬০০ টাকা।

আইটিআই পাশ প্রার্থীদের ক্ষেত্রে প্রথম বছরে ৭৭০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৮০৫০ টাকা করে স্টাইেপন্ড দেওয়া হবে।

বয়সঃ ২২ জুন ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবদনের ফিঃ ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতিঃ www.avnl.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২২ জুন ২০২৪ তারিখ পর্যন্ত।  HVF Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন