রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ৩৫১৭ পিও পদে এখনও আবেদনের সুযোগ

3408
0
IBPS Recruitment 2023

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ৩৫১৭ জন প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের ক্ষেত্রে যাঁরা আবেদন করতে পারেননি তাঁদের আবেদনের সুযোগ দিচ্ছে আইবিপিএস। আইবিপিএস CRP-PO/ MT-X পরীক্ষার জন্য ফের আজ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে আবেদন গ্রহণ করা হচ্ছে বলে এই পর্যায়ের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা পূর্ণ হতে হবে ১১ নভেম্বরের মধ্যে, প্রথম দফায় যাঁরা আবেদন করেছেন তাঁদের জন্য নির্ধারিত তারিখে নয়। নতুন ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যে সব প্রার্থী আবেদন করে ফেলেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
নতুন বিজ্ঞপ্তির লিঙ্ক: https://ibpsonline.ibps.in/crppo10jul20/
আবেদন করার সুবিধার জন্য আমাদের মূল খবরের বিস্তারিত বিবরণ (তখন আবেদনের শেষ তারিখ ছিল ২৬ আগস্ট, মোট শূন্যপদ ছিল ১১৬৭, পরে বাড়িয়ে ৩৫১৭ করা হয়) পাবেন এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=16148
প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ২৫৫৭ ক্লার্ক নিয়োগের জন্যও আবেদনের সুযোগ একইভাবে নতুন করে দেওয়া হচ্ছে ৬ নভেম্বর পর্যন্ত। আমাদের সেই খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/ibps/

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল