দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে হাজার স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ

1707
0
Govt Job in West Bengal, West Bengal Govt Job, West Medinipur Govt Job

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিভিন্ন শাখার স্পেশ্যালিস্ট অফিসারের শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আইবিপিএসের কমন রিক্রুটমেন্ট প্রসেস (সিআরপি এসপিএল টেন)-এর লিখিত পরীক্ষা হবে আগামী ডিসেম্বর/ জানুয়ারি মাসে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। যে সমস্ত পদে নিয়োগে হবে সেগুলি হল- আইটি অফিসার, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাষা অধিকারী, ল অফিসার, এইচআর/ পার্সোনেল অফিসার, মার্কেটিং অফিসার। মোট শূন্যপদের সংখ্যা এখনো জানা যায়নি, গত বছর শূন্যপদ ছিল ১১৬৩।

শিক্ষাগত যোগ্যতা, সম্ভাব্য শূন্যপদ, বয়স, আবেদনের পদ্ধতি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আগামী ১ নভেম্বর থেকে www.ibps.in ওয়েবসাইটে জানা যাবে, আমাদের পোর্টালেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল