আইবিপিএস গ্রুপ-‘এ’ অফিসার স্কেল-২ ও ৩ লিখিত পরীক্ষার ধরন-ধারণ, কললেটার

810
0
IBPS Recruitment 2023

আইবিপিএস-এর মাধ্যমে রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলিতে গ্রুপ-’এ’ অফিসার স্কেল-২ ও ৩ নিয়োগের জন্য (CRP-RRB-IX-Recruitment of Group “A”-Officers (Scale-II & III)) অনলাইন লিখিত পরীক্ষার কললেটার ডাউনলোড করা যাচ্ছে নিচের লিঙ্ক থেকে। ডাউনলোড লিঙ্ক বন্ধ হবে আগামী ১৮ অক্টোবর। পরীক্ষাও ১৮ অক্টোবর। ডাউনলোড করা যাবে নিজের রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর ও পাসওয়ার্ড/জন্মতারিখ দিয়ে ওখানে দেওয়া নিরাপত্তা কোড টুকে দিয়ে। কীভাবে কী করবেন বা সমস্যা হলে কী করণীয় তাও বলা আছে। এই লিঙ্কে: https://ibpsonline.ibps.in/rrb9a23jun20/cloea_oct20/login.php?appid=81a498271e5f344b57b426d94199221e

পরীক্ষার ধরন-ধারণ, প্রশ্নের নমুনা ইত্যাদি দেওয়া আছে এই লিঙ্কে: https://www.ibps.in/wp-content/uploads/RRB-CRP-SCALE-II-III-IX-2020-ENG.pdf

প্রসঙ্গত, ইতিমধ্যে জানানো হয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল-১ মেইন অনলাইন পরীক্ষা পূর্বনির্ধারিত মতো যথাক্রমে ৩১ অক্টোবর ও ১৮ অক্টোবর হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। এবিষয়ে পরবর্তী বিজ্ঞপ্তির জন্য চোখ রাখতে হবে ওয়াএবসাইটে (www.ibps.in)। ওই দুই পরীক্ষা পিছনোর ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://www.ibps.in/wp-content/uploads/IMP_NOT_01_10_2020.pdf

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল