ব্যাঙ্কে ১৪০২ স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ

891
0
IBPS Recruitment 2023

দেশের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্কেল-ওয়ান স্তরের ১৪০২ জন স্পেশ্যালিস্ট অফিসার (আইটি অফিসার, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, IBPS Recruitment 2023

রাজভাষা অধিকারী, ল অফিসার, এইচআর/পার্সোনেল অফিসার ও মার্কেটিং অফিসার) নিয়োগের জন্য আইবিপিএসের কমন রিক্রুটমেন্ট প্রসেস (CRP SPL-XIII)-এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

এই পরীক্ষায় সফল হলে দেশের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ওই পদগুলিতে নিয়োগ পাওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করতে পারবেন।

এরপর সফল প্রার্থীদের ইন্টারভিউ ও পদবণ্টনও হবে আইবিপিএস এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির যৌথ আয়োজনে, ফলে পরে আর কোথাও এই ব্যাঙ্কগুলির বিজ্ঞাপন বেরোবে না, আলাদা করে আবেদনও করতে হবে না।

এই কমন রিক্রুটমেন্ট প্রসেস-এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

প্যানেলের বৈধতা থাকবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: আইটি অফিসার (স্কেল ওয়ান)— কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে চার বছরের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি

অথবা ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটার সায়েন্স/

ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা যে-কোনো বিষয়ে গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েকের বি-লেভেল পাশ।

এগ্রিকালচারাল ফিল্ড অফিসার (স্কেল ওয়ান)— এগ্রিকালচার/ হর্টিকালচার/ অ্যানিমাল হাজব্যান্ড্রি/ ভেটেরিনারি সায়েন্স/ ডেয়ারি সায়েন্স/

এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/ ফিশারি সায়েন্স/ পিসিকালচার/ এগ্রি মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন/ কো-অপারেশন অ্যান্ড ব্যাঙ্কিং/ অ্যাগ্রো ফরেস্ট্রি/ ফরেস্ট্রি/

এগ্রিকালচারাল বায়োটেকনোলজি/ ফুড সায়েন্স/ এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট/ ফুড টেকনোলজি/ ডেয়ারি টেকনোলজি/ সেরিকালচারে চার বছরের ডিগ্রি।

রাজভাষা অধিকারী (স্কেল ওয়ান)— হিন্দিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে অথবা সংস্কৃতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে ইংরেজি এবং হিন্দি বিষয় হিসেবে থাকতে হবে।

ল অফিসার (স্কেল ওয়ান)— ল-তে ব্যাচেলর ডিগ্রি (এলএলবি) এবং বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত থাকতে হবে। এইচআর/পার্সোনেল অফিসার (স্কেল ওয়ান)— গ্র্যাজুয়েট সঙ্গে পার্সোনেল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন/ এইচআর/ এইচআরডি/ সোশ্যাল ওয়ার্ক/ লেবার ল-তে ২ বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ২ বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।

মার্কেটিং অফিসার (স্কেল ওয়ান)— গ্র্যাজুয়েট সঙ্গে পূর্ণ সময়ের এমএমএস (মার্কেটিং)/ এমবিএ (মার্কেটিং)/ মার্কেটিংয়ে স্পেশ্যালাইজেশন সহ দু বছরের পূর্ণ সময়ের পিজিডিবিএ/পিজিডিবিএম/পিজিপিএম/পিজিডিএম।

সবক্ষেত্রেই সমস্ত শিক্ষাগত যোগ্যতা ভারত সরকার বা সরকারি নিয়ন্ত্রক কোনো সংস্থা স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট/ বোর্ড থেকে অর্জন করে থাকতে হবে।
এইচআর ও মার্কেটিংয়ের ক্ষেত্রে দ্বৈত স্পেশ্যালাইজেশন থাকলে সংশ্লিষ্ট বিষয়ে এবং মেজর/মাইনর হলে মেজর হিসাবে হতে হবে।

পিজি ডিগ্রি (এমবিএ/এমএমএস)/পিজি ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে দুয়ের বেশি স্পেশ্যালাইজেশন থাকলে আবেদন করা যাবে না।

সব শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে। আইটি অফিসার স্কেল ওয়ান বাদে অন্যান্য পদের ক্ষেত্রে কম্পিউটার অপারেশন বা ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেট/ ডিপ্লোমা/ ডিগ্রি থাকতে হবে

অথবা হাই স্কুল/ কলেজ/ ইনস্টিটিউটে কম্পিউটার/ ইনফরমেশন টেকনোলজি একটি বিষয় হিসেবে থাকতে হবে।

নম্বরের হিসাব করতে হবে সব বছর/সেমেস্টার ও সব বিষয়ের পরীক্ষার মোট নম্বর ও পাওয়া নম্বর ধরে। ভগ্নাংশকে সেইমতো ভগ্নাংশ হিসাবেই ধরা হবে।

বয়সসীমা: ১ আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ২ আগস্ট ১৯৯৩-১ আগস্ট ২০০৩ তারিখের মধ্যে)।

তপশিলি, ওবিসি (নন-ক্রিমি লেয়ার), শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কোন–কোন ব্যাঙ্কে নিয়োগ: ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক,

সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক,

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

আবেদনের ফি: আবেদনের ফি (ইন্টিমেশন চার্জ সহ) ৮৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কেবল ইন্টিমেশন চার্জ দিতে হবে ১৭৫ টাকা।

ডেবিট কার্ড (রুপে/ভিসা/মাস্টার কার্ড/ মায়েস্ট্রো/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সফল হলে একটি ই-রিসিট পাওয়া যাবে।

ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে, পরবর্তীকালে দরকার হতে পারে।

আবেদনের পদ্ধতি: একজন কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর বৈধ ই-মেল আইডি থাকতে হবে।

www.ibps.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করত হবে। অনলাইন আবেদন করা যাবে ২১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

IBPS Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন