আইসিডিএস মেইন পরীক্ষার তারিখ

1362
0
UGC NET June 2024 Registration

রাজ্য নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরে আইসিডিএস মহিলা সুপারভাইজার নিয়োগের মেইন পরীক্ষা (বিজ্ঞপ্তি নম্বর ০৮/২০১৯) হবে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২.৩০ ও ২টো থেকে দুপুর ৩.৩০ পর্যন্ত। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানানো হয়েছে।

আগামী ৫ ডিসেম্বর থেকে https://wbpsc.gov.in ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। কোনো রকম ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না।

https://wbpsc.gov.in/Download?param1=An_20201202130301_NEWImportantAnnouncement_ICDS_MAIN_2019.pdf&param2=advertisement লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল