আইসিএমআরে ৮০ অ্যাসিস্ট্যান্ট

2887
0
ICMR

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চে ৮০ জন অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ বি) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ICMR/Assistants/2020.
শূন্যপদ: ৮০ (অসংরক্ষিত ৩৩, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬, ওবিসি ২১, ইডব্লুএস ৮)।

বয়সসীমা: ৩ ডিসেম্বর ২০২০ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: যে-কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটারের জ্ঞান (এমএস অফিস/পাওয়ার পয়েন্ট)।

আবেদনের ফি: ১৫০০ টাকা, তপশিলি জাতি/উপজাতি, ইডব্লুএস ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১২০০ টাকা। শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না। ডেবিট/ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: http://www.icmr.nic.in বা http://www.pgimer.edu.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
https://cdn.digialm.com//EForms/configuredHtml/2650/68578//Index.html লিঙ্কে গিয়ে নোটিস দেখা যাবে।

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল