আইসিএমআরে ৬৫ সায়েন্টিস্ট

1081
0
ICMR

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চে ৪৩ জন সায়েন্টিস্ট-ই ও ২২ জন সায়েন্টিস্টডি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ICMR/Sc-E & Sc-D/2020/2-Pers.

শূন্যপদ, যোগ্যতা ও বয়সসীমা: সায়েন্টিস্টই: শূন্যপদ ৪২, সংশ্লিষ্ট স্পেশ্যালাইজেশনে এমসিআই/ এমএনসি স্বীকৃত এমডি/ এমএস/ ডিএনবি বা সমতুল ডিগ্রি।

সায়েন্টিস্ট ই (আইসিএমআর হেডকোয়ার্টার্স): শূন্যপদ ১, বায়োটেকনোলজিতে পিএইচডি সহ ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর।

সায়েন্টিস্টডি: শূন্যপদ ১৬, সংশ্লিষ্ট স্পেশ্যালাইজেশনে এমসিআই/ এমএনসি স্বীকৃত এমডি/ এমএস/ ডিএনবি বা সমতুল ডিগ্রি অথবা এমবিবিএস ডিগ্রি সঙ্গে সংশ্লিষ্ট স্পেশ্যালাইজেশনে পিএইচডি।

সায়েন্টিস্টডি (আইসিএমআর হেটকোয়ার্টার্স): শূন্যপদ ৬, সোশিওলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সাইকোলজি/ বায়োলজি/ বায়োসায়েন্স/ বায়োটেকনোলজি/ বটানি/ বায়োইনফরমেটিক্সে ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে পিএইচডি। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

আবেদনের ফি: ১৫০০ টাকা।

আবেদনের পদ্ধতি: http://recruit.icmr.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫.৩০ পর্যন্ত।

https://recruit.icmr.org.in/assets/uploads/advertisement/ICMR_Advertisement_06112020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল