কলকাতায় আইসিএমআরে প্রোজেক্ট টেকনিশিয়ান, ডিটিপি অপারেটর

schedule
2020-10-09 | 13:25h
update
2020-10-09 | 13:25h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর NIRT/PROJ/RECTT/2020-21.

শূন্যপদডেটা এন্ট্রি অপারেটর ১ (এসটি), প্রজেক্ট টেকনিশিয়ান ৩ (অসংরক্ষিত ১, ইডব্লিউএস ১, ওবিসি ১), সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ১ (অসংরক্ষিত), ল্যাবরেটরি টেকনিশিয়ান ১ (ওবিসি)।

যোগ্যতা

ডেটা এন্ট্রি অপারেটর:  উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডোয়েক ‘এ’ লেভেল সার্টিফিকেট।  ৮০০০ কি-ডিপ্রেশন স্পিড থাকতে হবে। সরকারি বা বেসরকারি পিএসিউতে ২ বছরের কাজের অভিজ্ঞতা। এর আগে ন্যাশনাল হেলথ মিশনে কোনো রিসার্চ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ভালো কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

Advertisement

প্রজেক্ট টেকনিশিয়ান: উচ্চমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ। স্বাস্থ্য ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠানে ৫ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। টিউবারকিউলোসিসের কোনও প্রোগ্রাম বা সমীক্ষা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ এবং ৫ বছরের কাজের অভিজ্ঞতা অথবা স্নাতক সহ ২ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। ইংরেজিতে ৩৫টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে।

ল্যাবরেটরি টেকনিশিয়ান: বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ। এর সাথে 1) মেডিকেল ল্যাব টেকনোলজি ২ বছরের ডিপ্লোমা অথবা 2)এক বছরের ডিপ্লোমা সঙ্গে ১ বছরের ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা লাগবে।

আবেদন— আগামী ১৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট থেকে আবেদন পত্রের ফর্ম ডাউনলোড করে  নিজের হাতে লিখে তা পূরণ করে, অন্যান্য নথির স্ক্যান কপি সহ ই মেল্ মারফৎ পাঠাতে হবে।

আবেদন পত্র ডাউনলোডের লিঙ্ক— http://www.nirt.res.in/html/current_job.htm

আবেদন পত্র পাঠানোর ই-মেল আইডি— wbtbrecruitment@gmail.com

 

ICMR, ICMR Recruitment, Central Government Job

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 11:15:34
Privacy-Data & cookie usage: