উচ্চমাধ্যমিক যোগ্যতায় কাজের সুযোগ

990
0
ICMR NIOH Recruitment 2024

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের অধীন ন্যাশনাল ইনস্টিটউট অব অকুপেশনাল হেলথে ICMR NIOH Recruitment 2024

৫টি শূন্যপদে আপার ডিভিশন ক্লার্ক ও লোয়াার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বরঃ NIOH/RCT/Admin/2023-24.

যোগ্যতা ও বয়সঃ আপার ডিভিশন ক্লার্কঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা সমতুল

সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্কঃ কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে

অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে। বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১৮ এপ্রিল ২০২৪ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে।

বেতনঃ আপার ডিভিশন ক্লার্ক পদে ২৫৫০০-৮১১০০ টাকা এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ১৯৯০০-৬৩২০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষা, স্কিল/টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফিঃ ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ https://www.niohrecruitment.org পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩০ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত। ICMR NIOH Recruitment 2024

অনলাইন আবেদন করতে ক্লিক করুন 

 

নোটিসটি দেখতে ক্লিক করুন