আইডিবিআই ব্যাঙ্কে ১৩৪ স্পেশ্যালিস্ট অফিসার

1812
0
idbi bank assistant manager recruitment 2023

আইডিবিআই ব্যাঙ্কে ১৩৪ জন স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ১/২০২০-২১। অনলাইন আবেদন করা যাবে আগামী ৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত।

শূন্যপদ: ডিজিএম (গ্রেড ডি): ১১ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১), এজিএম (গ্রুপ সি): ৫২ (অসংরক্ষিত ২৩, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১৩, ইডব্লুএস ৫), ম্যানেজার (গ্রেড বি): ৬২ (অসংরক্ষিত ২৭, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৬, ইডব্লুএস ৬), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড এ): ৯ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, ওবিসি ২)।

পারিশ্রমিক: ডেপুটি জেনারেল ম্যানেজার পদে ৫০০৩০-৫৯১৭০ টাকা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে ৪২০২০-৫১৪৯০ টাকা, ম্যানেজার পদে ৩১৭০৫-৪৫৯৫০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ২৩৭০০-৪২০২০ টাকা।

আবেদনের ফি: ৭০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.idnibank.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।

https://www.idbibank.in/pdf/careers/DetailedAdvertisementSpecialists2020-21New1.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল