স্নাতক যোগ্যতায় ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

1226
0
idbi bank assistant manager recruitment 2023

আইডিবিআই ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৬০০ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ২/২০২৩-২৪। (idbi bank assistant manager recruitment 2023)

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিস এবং ইনস্যুরেন্স সেক্টরে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯৩-১ জানুয়ারি ২০০২ সালের মধ্যে হতে হবে)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই, পার্সোনাল ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অনলাইন পরীক্ষায় থাকবে লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর),

কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), জেনারেল/ ইকোনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস/ কম্পিউটার/ আইটি (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর)।

পরীক্ষার সময় ২ ঘণ্টা। নেগেটিভ মার্কিং থাকবে। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে পার্সোনাল ইন্টারভিউ, মেডিকেল টেস্ট ও নথিপত্র যাচাই করা হবে।

আরও পড়ুন: মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ল

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক যোগ্যতায় আসাম রাইফেলসে নিয়োগ

আবেদনের ফি: ১০০০ টাকা (আবেদনের ফি+ ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি দিতে হবে না,

শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ২০০ টাকা দিতে হবে। অনলাইনে ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: https://ibpsonline.ibps.in/idbiamfeb23/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (idbi bank assistant manager recruitment 2023)।

নোটিসটি দেখতে ক্লিক করুন