আইডিবিআই ব্যাঙ্কে ৯২০ গ্র্যাজুয়েট এগজিকিউটিভ নিয়োগ

4502
0
idbi bank assistant manager recruitment 2023

আইডিবিআই ব্যাঙ্কে ৯২০ জন এগজিকিউটিভ নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ৪/২০২১-২২৷ (IDBI bank recruitment 2021)

অনলাইন আবেদন করা যাবে ১৮ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত৷

শূন্যপদের বিন্যাস: ৯২০ (অসংরক্ষিত ৩৭৩, তপশিলি জাতি ১৩৮, তপশিলি উপজাতি ৬৯, ওবিসি ২৪৮, ইডব্লুএস ৯২)৷

বয়য়সীমা: ১ জুলাই ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৫ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক (তপশিলি জাতি/ উপজাতি

ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)৷

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জুলাই ২০২১ তারিখের হিসেবে৷

শুরুতে ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তী ক্ষেত্রে ব্যাঙ্ক দরকার মনে করলে এগজিকিউটিভকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করতে পারে৷

এগজিকিউটিভ থাকাকালীন প্রথম বছরে প্রতি মাসে ২৯০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৩১০০০ টাকা ও তৃতীয় বছরে প্রতি মাসে ৩৪০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্য্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পরীক্ষায় থাকবে টেস্ট অব রিজনিং (৫০টি প্রশ্ন. ৫০ নম্বর),

ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০টি প্রশ্ন. ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন. ৫০ নম্বর)৷

নেগেটিভ মার্কিং থাকবে৷ পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ৷

আবেদনের ফি: ১০০০ টাকা (আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ)৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ২০০ টাকা দিতে হবে৷

আবেদনের পদ্ধতি: www.idbibank.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ১৮ আগস্ট ২০২১ পর্যন্ত (IDBI bank recruitment 2021)৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

ইউপিএসসির মাধ্যমে মিলিটারি, নেভি ও এয়ারফোর্সে চাকরির খবর দেখতে ক্লিক করুন