আইডিবিআই ব্যাঙ্কে ট্রেনিং দিয়ে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

schedule
2021-08-11 | 08:53h
update
2021-08-11 | 08:53h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আইডিবিআই ব্যাঙ্কে ৬৫০ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ‘এ’ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ৫/২০২১-২০২২। (IDBI bank recruitment 2021)

ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হবে।

মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (বেঙ্গালুরু) এবং এনআইটিটিই এডুকেশন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড (গ্রেটার নয়ডা)-তে এই ট্রেনিং করানো হবে।

কোর্স শেষ হলে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাওয়ার পর আইডিবিআই ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ‘এ’ পদে যোগ দেওয়ার জন্য বিবেচিত হবেন। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: ৬৫০ (অসংরক্ষিত ২৬৫, তপশিলি জাতি ৯৭, তপশিলি উপজাতি ৪৮,

ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ৬৫, ওবিসি ১৭৫)।

এইসবের মধ্যে ৭টি দৃষ্টি প্রতিবন্ধী, ৬টি অস্থি প্রতিবন্ধী, ৭টি শ্রবণ প্রতিবন্ধী ও ৬টি এমডি/ আইডিদের জন্য সংরক্ষিত।

Advertisement

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় স্নাতক (তপশিলি জাতি/ উপজাতি

ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জুলাই ২০২১-এর মধ্যে।

বয়সসীমা: ১ জুলাই ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কোর্স ফি ও বেতনক্রম: এক বছরের কোর্সের জন্য প্রোগ্রাম ফি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা, সঙ্গে জিএসটি।

নির্বাচিত প্রার্থীরা কোর্স-ফির জন্য আইডিবিআই ব্যাঙ্ক থেকে এডুকেশন লোন নিতে পারবেন।

ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে যোগ দেওয়ার পর থেকে এডুকেশন লোন শোধের কিস্তি অর্থাৎ ইএমআই চালু হবে।

ট্রেনিং চলাকালীন (৯ মাস) প্রতি মাসে ২৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ইন্টার্নশিপ চলাকালীন (৩ মাস) প্রতি মাসে ১০০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ‘এ’ হিসাবে যোগ দেবার পর মূল বেতনক্রম হবে ৩৬০০০-৬৩৮৪০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অনলাইন পরীক্ষায় থাকবে লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর),

ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর),

জেনারেল/ ইকোনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর)। মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা।

নেগেটিভ মার্কিং থাকবে, এক-একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা হবে। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ।

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.idbibank.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২২ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত (IDBI bank recruitment 2021)৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

 কোল ইন্ডিয়ায় ৫৮৮ ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের খবর দেখতে ক্লিক করুনAMP

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 11:57:11
Privacy-Data & cookie usage: