আইডিবিআই ব্যাঙ্কে নিয়োগ

219
0
IDBI Executive Recruitment 2024

আইডিবিআই ব্যাঙ্কে ১০০০ শূন্যপদে এগজিকিউটিভ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বরঃ 09/2024-25. IDBI Executive Recruitment 2024

শূন্যপদের বিন্যাসঃ অসংরক্ষিত ৪৪৮, তপশিলি জাতি ৯৪, তপশিলি উপজাতি ১২৭, ওবিসি ২৩১, ইডব্লুএস ১০০।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে।

বয়সঃ বয়স হতে হবে ২০-২৫ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ২ অক্টোবর ১৯৯৯ থেকে ১ অক্টোবর ২০০৪ তারিখের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনঃ প্রথম বছরে প্রতি মাসে ২৯০০০ টাকা এবং দ্বিতীয় বছরে প্রতি মাসে ৩১০০০ টাকা।

নর্থইস্ট ফ্রন্টায়ার রেলে অ্যাপ্রেন্টিস

প্রার্থী বাছাই পদ্ধতিঃ অনলাইন পরীক্ষা, পার্সোনাল ইন্টারিভউ, মেডিক্যাল টেস্ট এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অনলাইন পরীক্ষায় থাকবে ১) লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেসন (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর), ২)

ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), ৩) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর) এবং

৪) জেনারেল/ ইকোনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস/ কম্পিউটার/ আইটি (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর)। সময় ২ ঘণ্টা।

পশ্চিম বর্ধমান জেলায় কাজের সুযোগ

আবেদনের ফিঃ ১০৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা।

ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

বিএসএনএলে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.idbibank.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৬ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর ২০২৪। IDBI Executive Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন