পরমাণু গবেষণা সংস্থায় ৩৩৭ অফিসার ও স্টাইপেন্ডিয়ারি ট্রেনি

1712
0
IGCAR recruitment

ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ৩৩৭ অফিসার ও স্টাইপেন্ডিয়ারি ট্রেনি নিয়োগ করা হবে (IGCAR recruitment)৷

নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷ বিজ্ঞপ্তি নম্বর: IGCAR/02/2021.

১. ডিরেক্ট রিক্রুটমেন্ট: সায়েন্টিফিক অফিসার/ ই: শূন্যপদ ১, টেককনিক্যাল অফিসার/ ই: ১,

সায়েন্টিফিক অফিসার/ডি: ৩, টেকনিক্যাল অফিসার/ সি: ৪১, টেকনিশিয়ান/ বি: ১,

স্টেনোগ্রাফার গ্রেড থ্রি: ৪, আপার ডিভিশন ক্লার্ক: ৮, ড্রাইভার: ২, সিকিউরিটি গার্ড: ২, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট/ এ: ২০, ক্যান্টিন অ্যাটেন্ড্যান্ট: ১৫৷

২. স্টাইপেন্ডিয়ারি ট্রেনি: স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি ওয়ান: ৬৮, স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি টু: ১৭১৷

স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি ওয়ানে যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবে সেগুলি হল: কেমিক্যাল, সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, কেমিস্ট্রি, ফিজিক্স৷

স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি টু-তে যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবে সেগুলি হল: ড্রাফটসম্যান (মেকানিক্যাল), ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক মেকানিক/ ইনস্ট্রুমেন্ট মেকানিক, ফিটার/ রিগার, মেকানিক্যাল মেশিন টুল মেন্টেন্যান্স/ মেশিনিস্ট/ টার্নার, প্লাম্বার/ মেসন/ কার্পেন্টার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক/ প্ল্যান্ট অপারেটর, ওয়েল্ডার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট (ফিজিক্স/ কেমিস্ট্রি)৷

আবেদনের ফি: স্টাউপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি ওয়ানে ফি ২০০ টাকা, স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি টু পদে ১০০ টাকা৷

সায়েন্টিফিক অফিসার/ ই, টেকনিক্যাল অফিসার/ ই, সায়েন্টিফিক অফিসার/ ডি ও টেকনিক্যাল অফিসার/ সি পদে ৩০০ টাকা বাকি পদগুলির ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা৷

কোনোক্ষেত্রেই তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: www.igcar.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৪ মে রাত ২৩.৫৯ পর্যন্ত৷

http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf লিঙ্কে গিয়ে যোগ্যতা ইত্যাদির বিশদ তথ্য সহ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷