এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ

1840
0
IGI Aviation Recruitment 2023

আইজিআই এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড দিল্লি এয়ারপোর্টে ১০৮৬ কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ করবে। IGI Aviation Recruitment 2023

বিজ্ঞপ্তি নম্বর: 03/IGIAS.

যোগ্যতা: ১০+২ পাশ।

বয়স: ১৮-৩০ বছরের মধ্যে।

স্নাতক যোগ্যতায় কাজের সুযোগ

বেতন: ২৫০০০-৩৫০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস,

এভিয়েশন নলেজ, ইংলিশ নলেজ, অ্যাপ্টিটিউড অ্যান্ড রিসনিং। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট।

নেগেটিভ মার্কিং থাকবে না। লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ হবে।

নেভিতে বিটেক পড়িয়ে চাকরি

আবেদনের পদ্ধতি: https://igiaviationdelhi.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২১ জুন পর্যন্ত। IGI Aviation Recruitment 2023

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখত ক্লিক করুন