ইগনুতে জুনিয়র অ্যাসিঃ কাম টাইপিস্ট নিয়োগ

906
0
ignou job vacancy 2023

ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনির্ভাসিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট নিয়োগ করা হবে (ignou job vacancy 2023)।

শূন্যপদের বিন্যাস: ২০০ (অসংরক্ষিত ৮৩, তপশিলি জাতি ২৯, তপশিলি উপজাতি ১২, ওবিসি ৫৫, ইডব্লুএস ২১)।

যোগ্যতা: ১০+২ পাশ সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে।

ইপিএফও-তে গ্রুপ সি কর্মী নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

বয়সসীমা: ২০ এপ্রিল ২০২৩ তারিখের হিসেব বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৬০০ টাকা।

আবেদনের পদ্ধতি: https://recruitment.nta.nic.in অথবা http://www.ignou.ac.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২০ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত (ignou job vacancy 2023)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

বিস্তারিত গাইডলাইনস দেখতে ক্লিক করুন