ইগনুতে স্টেনোগ্রাফার, টাইপিস্ট নিয়োগ

503
0
IGNOU Admission

ইন্দিয়া গান্ধী ন্যাশনাল ওপেন ইউনির্ভাসিটি (ইগনু)-তে ১০২টি শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। IGNOU Recruitment 2023

শূন্যপদ: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ৫০ (অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৪, ইডব্লুএস ৫)।

স্টেনোগ্রাফার: ৫২ (অসংরক্ষিত ২৩, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১৪, ইডব্লুএস ৫)।

যোগ্যতা: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ১০+২ বা সমতুল। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে

অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপিং স্পিড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি বাঞ্ছনীয়।

স্টেনোগ্রাফার: ১০+২ বা সমতুল সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপিং স্পিড এবং প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড টেস্ট।

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি এবং কম্পিউটারের জ্ঞান বাঞ্ছনীয়।

ইসিআইএলে অ্যাপ্রেন্টিস

বয়স: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। স্টেনোগ্রাফার পদে বয়স হতে হবে ১৮-৩০ বছরে মধ্যে।

সবক্ষেত্রেই ২১ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আইটিআই পাশ যোগ্যতায় অ্যাপ্রেন্টিস

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, ইডব্লুএস এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৬০০ টাকা।

শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্র্যাকজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

টেট পরীক্ষার দিন বদল, পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর

আবেদনের পদ্ধতি: http://recruitment.nta.nic.in এবং https://ignourecruitment.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২১ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। IGNOU Recruitment 2023

 

নোটিসটি দেখতে ক্লিক করুন