আইআইআইটি কল্যাণীতে টেকনিশিয়ান

645
0
IIIT Kalyani Recruitment 2023

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি কল্যাণীতে চুক্তির ভিত্তিতে জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ করা হবে। IIIT Kalyani Recruitment 2023

বিজ্ঞপ্তি নম্বর: IIITK/Rectt/NF/23-24/37.

বেতন: প্রতি মাসে ২১৭০০ টাকা।

যোগ্যতা: ইলেক্ট্রিনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সমতুল ডিসিপ্লিনে বিটেক বা সমতুল।

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.iiitkalyani.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে Deputy Registrar, Indian Institute of Information Technology Kalyani, WEBEL IT Park, (Near Buddha Park), Kalyani- 741253, Nadia, West Bengal ঠিকানায়।

যে পোস্টের জন্য আবেদন করবেন খামের উপরে তার নাম লিখতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ১৭ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে।

IIIT Kalyani Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন