স্নাতক যোগ্যতায় রেডিওতে কাজের সুযোগ

1839
0
IIMC New Delhi Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন IIMC New Delhi Recruitment 2023

ক্যাম্পাসের কমিউনিটি রেডিও (আপনা রেডিও ৯৬.৯ এফএম) স্টেশনে চুক্তির ভিত্তিতে প্রোগ্রাম পেজেন্টার নিয়োগ করা হবে। এই মুহূর্তে ৬ মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তীকালে প্রয়োজন হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

মাধ্যমিক যোগ্যতায় এমটিএস নিয়োগের আবেদন শুরু

যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতক। মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার। প্রোডিউসার/ প্রেসেন্টার/ প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট/ ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১০ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

পারিশ্রমিক: ৩০,০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা/ প্র্যাক্টিক্যাল টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

হলদিয়া ডকে কাজের সুযোগ

আবেদনের পদ্ধতি: বায়োডেটা এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ক্যান কপি ১০ জুলাই বিকাল ৫টার মধ্যে মেল করতে হবে iimcrecruitmentcell@gmail.com ইমেল আইডিতে।

অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন

নোটিসটি দেখতে ক্লিক করুন

IIMC New Delhi Recruitment 2023