খড়গপুর আইআইটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

2058
0
HSCL Recruitment 2024

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুরে ৪০ জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন (IIT Kharagpur job)।

শূন্যপদের বিন্যাস: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৪০ (অসংরক্ষিত ২৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১০, ইডব্লুএস ২, শারীরিক প্রতিবন্ধী ১)।

বেতন: লেভেল থ্রি অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা।

বয়সসীমা: বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: যে কোনো শাখায় তিন বছরের সময়সীমার ব্যাচেলর ডিগ্রি সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল সহ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে।

আবেদনের ফি: ২৫০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্র্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://www.iitkgp.ac.in লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৬ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত লিঙ্ক থেকে জানা যাবে (IIT Kharagpur job)।

নোটিসটি দেখতে ক্লিক করুন