আইআইটি খরগপুরে লাইব্রেরিয়ান

870
0
IIT Kharagpur recruitment 2023

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনালজি খড়গপুরে প্রফেশনাল ট্রেনি নিয়োগ করা হবে (iit kharagpur recruitment)।

বিজ্ঞপ্তি নম্বর: R/04/2023.

যোগ্যতা: ব্যাচেলর অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং মাস্টার অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ফার্স্ট ক্লাস পাশ।

বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস, ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২০০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

রাজ্যে মাধ্যমিক যোগ্যতায় লেডি কনস্টেবল নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

আবেদনের পদ্ধতি: http://www.iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে +৯১-৩২২২-২৮১০১৭/ ১৮/ ১৯ নম্বরে ফোন করতে পারেন।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (iit kharagpur recruitment)।

নোটিসটি দেখতে ক্লিক করুন