আইআইটি খড়গপুরে নিয়োগ

3433
0
IIT Kharagpur recruitment

খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) চুক্তির ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। IIT Kharagpur recruitment

বিজ্ঞপ্তি নম্বর: R/07/2023 Dated May 16 2023.

শূন্যপদ: প্রিন্সিপাল সফটওয়্যার/ সিস্টেম/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার: ২, ডেপুটি লাইব্রেরিয়ান: ১, সিনিয়র কাউন্সেলর গ্রেড ওয়ান: ১,

মুর্শিদাবাদে লাইব্রেরিয়ান নিয়োগ

এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইসেক্ট্রিক্যাল/ আরএসি): ১, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রেড টু: ১, সিনিয়র টেকনিক্যাল অফিসার গ্রেড টু: ১,

সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সিস্টেম ইঞ্জিনিয়ার/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার: ২, ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল): ২, স্পোর্টস অফিসার: ১,

টেকনিক্যাল অফিসার: ২, কাইন্সেলর: ১০, ল অফিসার: ১, এগজিকিউটিভ অফিসার: ১, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: ২।

মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

আবেদনের ফি: ১০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা।

ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

এনটিপিসিতে ৩০০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

আবেদনের পদ্ধতি: http://www.iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৬ জুন ২০২৩ তারিখ পর্যন্ত।

IIT Kharagpur recruitment

যোগ্যতা, বয়স, বেতন সম্পর্কে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন