আইআইটি খড়গপুরে ড্রাইভার, ইঞ্জিনিয়ার, নার্স নিয়োগ

6304
0
IIT Kharagpur Recruitment 2023

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুরে জুনিয়র এগজিকিউটিভ, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেনডেন্ট,

IIT Kharagpur Recruitment 2023

জুনিয়র ইঞ্জিনিয়ার, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট,

ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার গ্রেড টু, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট,

জুনিয়র টেকনিশিয়ান/ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি ইন্সপেক্টর, ড্রাইভার পদে ১৫৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর: R/09/2023 Dated June 05, 2023.

যোগ্যতা ও বয়স: জুনিয়র এগজিকিউটিভ: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমায় ৩০ বছর।

জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: কমার্সে ব্যাচেলর ডিগ্রি বা বিবিএ বা এমবিএ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাকাউন্টিং সফটওয়্যার, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ট্যালি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেলের জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেনডেন্ট: তিন বছরের সময়সীমার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা।

গ্রাফিক ডিজাইনার নিয়োগ

ইলেক্ট্রনিক ইনস্ট্রুমেন্ট, রিপেয়ারিং অ্যান্ড মেন্টেন্যান্স, কম্পিউটার অ্যাপ্লিকেশএ্রর জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ টেলিকমিউনিকেশন/ আরএসি/ ডব্লুডব্লু/ এসএস/ সিডব্লুআইএসএস/ হর্টিকালচার): ব্যাচলের অব ইঞ্জিনিয়ারিং/ আর্কিটেকচার বা সমতুল সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (ফিজিওথেরাপি): ফিজিওথেরাপিতে তিন বছরের সময়সীমার ব্যাচেলর ডিগ্রি সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা।

স্টাফ নার্স: উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে তিন বছরের কোর্স। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

চিত্তরঞ্জন হাসপাতালে স্নাতক যোগ্যতায় সুপারভাইজার

সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।

প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপ। বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর।

ড্রাইভার: মাধ্যমিক পাশ সঙ্গে ভারী ও হাল্কা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স। সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর।

সবক্ষেত্রেই ৫ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন: ড্রাইভার, সিকিউরিটি ইনস্পেক্টর, জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ২১৭০০-৬৯১০০ টাকা।

অন্যান্য পদে বেতন ৩৫৪০০-১১২৪০০ টাকা।

কলকাতায় ফায়ারম্যান নিয়োগ

শূন্যপদ: জুনিয়র এগজিকিউটিভ: ১৯, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: ৫, জুনিয়র টেকনিক্যাল সুরারিন্টেনডেন্ট: ৩০,

জুনিয়র ইঞ্জিনিয়ার: ২২, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান: ১, স্টাফ নার্স: ১২, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: ২,

ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: ৫, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: ৩, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ২০,

জুনিয়র টেকনিশিয়ান/ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ২৩, সিকিউরিটি ইনস্পেক্টর: ৫, ড্রাইভার গ্রেড টু: ৬।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা।

ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: http://www.iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ৫ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

অনলাইন আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে 91-3222-281017/18/19 নম্বরে ফোন করতে পারেন।

IIT Kharagpur Recruitment 2023

নোটিসটি ডাউনলোড করতে ক্লিক করুন