আইআইটি খড়গপুরে নন-টিচিং স্টাফ নিয়োগ

5819
0
IIT Kharagpur recruitment 2023

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুরে ১৫৩টি শূন্যপদে নন-টিচিং স্টাফ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: R/09/2023.

শূন্যপদ: জুনিয়র এগজিকিউটিভ: ১৯, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: ৫, জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেনডেন্ট: ৩০,

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ টেলিকমিউনিকেশন/ আরএসি/ ডব্লুডব্লু/ এসএস/ হর্টি/ জুনিয়র আর্কিটেক্ট): ২২,

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান: ১, স্টাফ নার্স: ১২, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: ২, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: ৫,

অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার গ্রেড টু: ৩, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ২০,

জুনিয়র টেকনিশিয়ান/ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ২৩, সিকিউরিটি ইনস্পেক্টর: ৫, ড্রাইভার গ্রেড টু: ৬।

কলকাতার সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে কর্মখালি

বেতন: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান/ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি ইনস্পেক্টর

এবং ড্রাইভার পদে লেভেল ৩ অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা। অন্যান্য পদগুলির ক্ষেত্রে ৩৫৪০০-১১২৪০০ টাকা।

ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে টেকনিশিয়ান

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা।

ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আরজিকর হাসপাতালে কর্মখালি

আবেদনের পদ্ধতি: http://www.iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন