আয়কর দপ্তরে ৮ ট্যাক্স অ্যাসিঃ, ইনস্পেক্টর, স্টেনো নিয়োগ

4045
0
Sports Quota Recruitment Income Tax Dept

কেন্দ্রীয় অর্থদপ্তরের অধীন আয়কর দপ্তরে ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার গ্রেড টু পদে ৮ জন মেধাবী ক্রীড়াবিদকে নিয়োগ করা হবে, ভোপালেড় অফিসে৷

শূন্যপদ: ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর: ১, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট: ৬, স্টেনোগ্রাফার গ্রেড টু: ১৷

বেতনক্রম: ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর পদে ৪৪৯০০ টাকা বাকি পদগুলির ক্ষেত্রে ২৫৫০০ টাকা৷

বয়সসীমা: ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর পদে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ১৮-২৭ বছরের মধ্যে৷ সবক্ষেত্রেই ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷৷

যোগ্যতা: ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা সমতুল৷

ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা সমতুল সঙ্গে প্রতি ঘণ্টায় ৮০০০ কী-ডিপ্রেশন ডেটা এন্ট্রি স্পিড৷

স্টেনোগ্রাফার গ্রেড টু: দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল৷ প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে ১০ মিনিটে ডিকটেশন নিতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৫০ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৬৫ শব্দের গতিতে কম্পিউটারে ট্রান্সক্রাইব করতে হবে৷

ক্রীড়াগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷ প্রসঙ্গত, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ পূরণ করা আবেদনপত্র সঙ্গে যাবতীয় প্রমমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে Principal Chief Commissioner of Income Tax (MP & CG) Aayakar Bhawan, 48 Arera Hills, Hoshangabad Road, Bhopal-462011 ঠিকানায়৷ পূরণ করা আবেদনপত্র এড্রেস করতে হবে The Dy. Commissioner of Income-tax (Hqrs/Admn)-এর বরাবরে। পূরণ করা আবেদনপত্র সহ অন্যান্য নথিপত্র পৌঁছতে হবে আগামী ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে৷ খামের উপরে লিখতে হবে APPLICATION FOR THE POST OF INSPECTOR/ TAX ASSISTANT/STENOGRAPHER GRADE II/ UNDER SPORTS QUOTA

NAME OF THE SPORT……….

 

http://www.incometaxbhopal.in/Document/Recruitment_of_Meritorious_Sportspersons_English.pdf লিঙ্কে গিয়ে আবেদনপত্রের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল