খেলোয়াড়দের জন্য আয়কর দপ্তরে ৫০

688
0
Sports Quota Recruitment Income Tax Dept

আয়কর দপ্তরের বেঙ্গালুরুর মুখ্য আয়কর আয়োগের অফিসে ৫০ জন কৃতী খেলোয়াড় নিয়োগ করা হবে। এইসব পদে: ইনস্পেক্টর অব ইনকাম ট্যাক্স ৯ জন, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ১৬ জন ও মাল্টিটাস্কিং স্টাফ ২৫ জন। মূল বেতন ইনস্পেক্টর অব ইনকাম ট্যাক্স-এর ৪৪৯০০ টাকা, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট-এর ২৫৫০০ টাকা ও মাল্টিটাস্কিং স্টাফ-এর ১৮০০০ টাকা।

কোনো আন্তর্জাতিক/ জাতীয়/ আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় যাঁরা নিজের দেশ/ রাজ্য/ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন তাঁরা উপযুক্ত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

কোন খেলার জন্য কটি শূন্যপদ আছে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত কী, প্রার্থী বাছাই ও আবেদনের পদ্ধতি কীরকম ইত্যাদি জানা যাবে নিচের ওয়েবসাইটে। আবেদনের ফর্মও পাবেন সেখানে। পূরণ করা আবেদন পৌঁছনো চাই ৩১ আগস্টের মধ্যে। এই ঠিকানায়: The Jiont Commissioner of Income Tax (HQ) (Admn), O/o Pr Chief Commissioner of Income Tax, Bengaluru, Central Revenue Buildings, No-1, Queen’s Road, Bengaluru-560001.

আবেদনের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে: www.incometaxbengaluru.in