মিন্ট কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

1473
0
Jr Technician Recruitment 2023

কলকাতার ইন্ডিয়া গর্ভনমেন্ট মিন্টে ৭ জন জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এবং এনগ্রেভার (স্কাল্পচার, মেটাল ওয়ার্কস) নিয়োগ করা হবে (india government mint kolkata recruitment)।

যোগ্যতা: এনগ্রেভার: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর অব ফাইন আর্টস (স্কাল্পচার/ মেটাল ওয়ার্কস)।

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় স্নাতক যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন

সঙ্গে প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে কম্পিউটারে ইংরেজি টাইপিং জানতে হবে।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৭ জুন ২০২২ তারিখে হিসেবে।

বয়সসীমা: ৭ জুন ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে,

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন: এনগ্রেভার পদে ২৩৯১০-৮৫৫৭০ টাকা।

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ২১৫৪০-৭৭১৬০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে অনলাইন পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অনলাইন পরীক্ষায় থাকবে লজিক্যাল রিজনিং (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), জেনারেল অ্যাওয়্যারনেস (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর),

ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর). কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর)। মোট ১৬০ নম্বরের পরীক্ষা, সময় ১২০ মিনিট।

এনগ্রেভার পদে পরীক্ষায় থাকবে প্রফেশনাল নলেজ, লজিক্যাল রিজনিং,

জেনারেল অ্যাওয়্যারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিভড, মোট ১২৫ নম্বরের পরীক্ষা, সময় ১২০ মিনিট।

পরীক্ষার ফি: ৬০০ টাকা (পরীক্ষার ফি+ ইন্টিমেশন চার্জ), তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না,

শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ২০০ টাকা দিতে হবে।

আবেদনের ফি: https://igmkolkata.spmcil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৭ জুন ২০২২ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (india government mint kolkata recruitment)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন