কলকাতায় ডাকবিভাগে ১৯ স্কিল্ড আর্টিজান নিয়োগ

6716
0
Current Affairs 21 April 2019

ভারতীয় ডাকবিভাগের মেল মোটর সার্ভিসেস কলকাতায় ১৯ জন স্কিল্ড আর্টিজান (মোটর ভিকল মেকানিক, মোটর ভিকল ইলেক্ট্রিশিয়ান, ব্ল্যাকস্মিথ, টায়ারম্যান, পেইন্টার, আপহোলস্টারার ও কার্পেন্টার অ্যান্ড জয়েনার) নিয়োগ করবে। ২০১৮ সালের ১৫-২১ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ্ঞপ্তিতি যাঁরা আবেদন করেছিলেন তাঁদের পুনরায় আবেদন করতে হবে না।

শূন্যপদ: মোটর ভিকল মেকানিক: ৮, মোটর ভিকল ইলেক্ট্রিশিয়ান: ৪, ব্ল্যাকস্মিথ ২, টায়ারম্যান: ২, পেইন্টার: ১, আপহোলস্টারার: ১, কার্পেন্টার অ্যান্ড জয়েনার: ১।

বেতনক্রম: পে ব্যান্ড ওয়ান অনুযায়ী ৫২০০-২০২০০ টাকা সঙ্গে গ্রেড পে ১৯০০ টাকা।

বয়সসীমা: ১ জুলাই ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। ওই তারিখে যাঁদের বয়স কম ছিল তাঁরাও আবেদন করতে পারবেন না। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: সংশিষ্ট ট্রেডে আইটিআই/সমতুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার। মোটর ভিকল মেকানিক পদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সব যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদির শর্ত পূরণ হতে হবে ১-৭-২০১৮-র মধ্যে।

আবেদনের পদ্ধতি: বায়োডেটা, সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স দিয়ে পাঠাতে হবে The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015 ঠিকানায়।

আবেদনপত্র পৌঁছতে হবে আগামী ২ নভেম্বর বিকাল ৫টার মধ্যে।

https://drive.google.com/file/d/1qOkbfjn3urkgKqgZPOlCiJbHgarC_wh3/view লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল