মাধ্যমিক যোগ্যতায় ৩৮৯২৬ গ্রামীণ ডাকসেবক নিয়োগ

11636
0
India post recruitment 2023

সারাদেশে গ্রামীণ ডাকসেবক নিয়োগের অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। অনলাইন আবেদন যাবে ৫ জুন ২০২২ তারিখ পর্যন্ত (India post gds recruitment)।

পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ১৯৭৬। অন্যান্য রাজ্যের শূন্যপদের হিসেব https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে।

পশ্চিমবঙ্গে ব্রাঞ্চ পোস্ট মাস্টার (বিপিএম) এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার/ ডাকসেবক পদে নিয়াগ করা হবে।

বয়সসীমা: ৫ জুন ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে, েংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্বাস্থ্য দপ্তরে ফুড সেফটি অফিসার নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

যোগ্যতা: দশম শ্রেণি বা সমতুল পাশ। ম্যাথমেটিক্স এবং ইংরেজি কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে। স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ জুন ২০২২ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (India post gds recruitment)।

পশ্চিমবঙ্গ সার্কেলের নোটিসটি দেখতে ক্লিক করুন

 

অন্যান্য রাজ্যের নোটিসগুলি দেখতে ক্লিক করুন