মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক নিয়োগ

849
0
India Post GDS Recruitment

সারা দেশে গ্রামীণ ডাক সেবক (ব্রাঞ্চ পোস্টমাস্টার/ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ  পোস্টমাস্টার)/ডাক সেবক পদে ৪৪২২৮ শূন্যপদে নিয়োগ করা হবে। India Post GDS Recruitment

পশ্চিমবঙ্গ সার্কেলের শূন্যপদ ২৫৪৩। নোটিফিকেশন নম্বর: 17-03/2024-GDS dated 12.07.2024.

বেতন: ব্রাঞ্চ পোস্ট মাস্টার ক্যাটেগরিতে ১২০০০-২৯৩৮০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ক্যাটেগরিতে ১০০০০-২৪৪৭০ টাকা।

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

বয়সসীমা: ৫ অগস্ট ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ।

ম্যাথমেটিক্স এবং ইংরেজি কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসাবে দশম শ্রেণি স্তরে পড়ে থাকতে হবে।

সাইকেল চালাতে জানতে হবে এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

ভারতীয় বায়ুসেনাতে অগ্নিবীর নিয়োগ

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, ট্রান্সওমেন এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ অগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। India Post GDS Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন