ডাকবিভাগে টেকনিক্যাল সুপারভাইজার

1399
0
India Post New Vacancy

কেন্দ্রীয় সরকারের ডাকবিভাগে টেকনিক্যাল সুপারভাইজার নিয়োগ করা হবে। আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। India Post New Vacancy

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২২-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন: লেভেল ৬ অনুযায়ী বেতন, গ্রেড পে ৪২০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিটিটিভ ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.indiapost.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে ‘The Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area phase-I, Naraina, New Delhi- 110028’ ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৬ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে। India Post New Vacancy

নোটিসটি ডাউনলোড করতে ক্লিক করুন

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন