ডাকবিভাগে নিয়োগ

2864
0
India post recruitment 2023

ভারতীয় ডাক বিভাগের অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্র সার্কেলের বিভিন্ন ডিভিশনে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ক্রীড়াবিদ নিয়োগ করা হবে।

যেসব স্পোর্টস থেকে নিয়োগ করা হবে সেগুলি হল- আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাটমিন্টন, বেস বল, বাস্কেট বল, বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার্স, বডি বিল্ডিং, বক্সিং,

ব্রিজ, ক্যারাম, চেস, ক্রিকেট, সাইক্লিং, সাইকেল পোলো, ফুটবল, গল্ফ, জিমন্যাস্টিক, খো খো, মল্লাখাম্ব, মোটর স্পোর্টস, নেট বল, পাওয়ার লিফ্টিং, শ্যুটিং, স্যুইমিং, টেবিল টেনিস, ওয়েট লিফটিং, রেসলিং।

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও ক্রীড়াগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ২০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://dopsportsrecruitment.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৭ নভেম্বর পর্যন্ত।

 

অন্ধ্রপ্রদেশ সার্কেলের নোটিসটি দেখতে ক্লিক করুন

মহারাষ্ট্র সার্কেলের নোটিসটি দেখতে ক্লিক করুন