অষ্টম শ্রেণি পাশে ডাক বিভাগে কর্মী নিয়োগ

528
0
India post recruitment 2023

ভারতীয় ডাকবিভাগে স্কিলড আর্টিসান পদে নিয়োগ করা হবে (India post recruitment 2023)।

যে সমস্ত ট্রেডে নিয়োগ হবে সেগুলি হল- মেকানিক (মোটর ভিকল), মোটর ভিকল ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, টায়ারম্যান, টিনস্মিথ, পেইন্টার, ব্ল্যাকস্মিথ।

বেতন: প্রতি মাসে ১৯৯০০ টাকা।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার স্বীকৃত কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট।

আরও খবর

 বার্নপুর হাসপাতালে নার্সিং টিউটর নিয়োগ

মাধ্যমিক যোগ্যতায় ১৪২০ লডি কনস্টেবল নিয়োগ

বয়স: ১ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Senior Manager, Mail Motor Service, 134-A, Sudam Kalu Ahire Marg, Worli, Mumbai- 400018 ঠিকানায়।

খামের উপরে ট্রেড সহ পোস্টের নাম লিখতে হবে। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৩ মে ২০২৩ তারিখ বিকেল ৫টার মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.indiapost.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন