Site icon জীবিকা দিশারী

দশম শ্রেণি যোগ্যতায় ইন্ডিয়া পোস্টে নিয়োগ


ইন্ডিয়া পোস্টের বিহার সার্কেলে ১৭টি শূন্যপদে স্টাফ কার ড্রাইভার নিয়োগ করা হবে। India Post Recruitment 2024

বেতনঃ প্রতি মাসে ১৯৯০০ টাকা।

যোগ্যতাঃ দশম শ্রেণি পাশ, হালকা এবং ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে এবং হালকা ও ভারী যান চালানোর অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুয়ায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পুরুলিয়ায় অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতিঃ ট্রেড টেস্ট/ ড্রাইভিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফিঃ আবেদনের ফি ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

শর্টলিস্টেট প্রার্থীদের ড্রাইভিং টেস্ট ফি বাবদ ৪০০ টাকা দিতে হবে।

এনসিসি যোগ্যতায় আর্মিতে নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে ‘Assistant Director (Rectt.), Office of the Chief Postmaster General, Bihar Circle, Patna- 800001’ ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১২ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৫টার মধ্যে।

খামের উপরে লিখতে হবে ‘Application for the Post of Driver (Direct

Recruitment) at Office of the Chief Postmaster General, Bihar Circle, Patna- 800001’.

India Post Recruitment 2024

 

স্টেট ব্যাঙ্কে ১৩৭৩৫ শূন্যপদে ক্লার্ক নিয়োগ

Exit mobile version